প্রাক নিবন্ধন তথ্য বিবরণী

  • Post author:
  • Post last modified:06/18/2024

“প্রাক নিবন্ধন তথ্য বিবরণী”

০১।        ছাড়পত্রের জন্য আবেদনকারী সংস্থার নাম ও ঠিকানা      ঃ বন্ধন সমাজকল্যাণ সংস্থা

০২।       সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য                                                                 ঃ সংযুক্ত।

০৩।       সংস্থার বর্তমান অবস্থান                                                                                ঃ গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।

০৪।       সংস্থা স্থাপনের তারিখ                                                                     ঃ ১০/০৫/২০২০ ইং।

০৫।       নামকরণ সংক্রান্ত সভার তারিখ                                                                ঃ ১০/০৫/২০২০

০৬।      পরিচালনা পরিষদ গঠনের তারিখ                                             ঃ ০৫/০৭/২০২৩

০৭।       সাধারণ সদস্য সংখ্যা                                                                      ঃ ৭০ জন, বিবরণ সংযুক্ত।

০৮।       কার্যকরী পরিষদের সদস্যদের সংখ্যা                                      ঃ ৩১ জন, বিবরণ সংযুক্ত।

০৯।       সংস্থাটি অ-রাজনৈতিক এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত কি না? ঃ অরাজনৈতিক এবং রাষ্ট্র

          বিরোধী কাজে জড়িত নহে।

১০।        সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণের সুযোগ আছে কিনা? ঃ আছে।

১১।        স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনপ্রতিনিধির সুপারিশ আছে কি না         ঃ আছে।

১২।        স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর তফসিল বর্ণিত কার্যাবলীর সাথে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ সামঞ্জস্যপূর্ণ কি না? বিশেষত ঃ অধ্যাদেশ বর্হিভ‚ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে কি না?                 ঃ নাই।

১৩।       অন্য কোন আইনে সংস্থাটির নিবন্ধন আছে কি না?            ঃ নাই।

১৪।        সংস্থার কার্য এলাকা (প্রস্তাবিত)                                                  ঃ পীরগাছা উপজেলা ব্যাপী।

১৫।       সংস্থার স্থাবর/অস্থাবর সম্পত্তির বিবরণী                                                ঃ সংযুক্ত।

১৬।       সংস্থাটির কার্যক্রম পরিচালনার জন্য কোন প্রকল্প আছে কিনা ঃ নাই।

১৭।        সংস্থাটির তহবিলের (আয়ের উৎস ও ব্যয়ের খাত) বিবরণ  ঃ সংযুক্ত।

১৮।       প্রতিষ্ঠাতা সদস্যগণের নাম, পিতা/স্বামীর নাম, পেশা ও ঠিকানা ঃ বিবরণ সংযুক্ত।

১৯।        সংস্থার কার্যকরী পরিষদের সদস্যগণ পরস্পর আত্মীয় বা একই পরিবারের কি না? ঃ না।

২০।       সংস্থার সুনাম                                                                                     ঃ এলাকায় যতেষ্ট সুনাম রয়েছে।

২১।        সংস্থারটির জমির পরিমাণ ও প্রাপ্তির উৎস                            ঃ ৩ শতক জমি ভাড়াকৃত।

২২।       সংস্থাটির ছাড়পত্রের জন্য পরিদর্শনকারী কর্মকর্তা সুষ্পষ্ট মতামত ঃ সংস্থাটির কার্যক্রম সন্তোষজনক।

লক্ষ্য ও উদ্দেশ্য ঃ

বন্ধন সমাজকল্যাণ সংস্থা, একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমাজসেবামূলক সংগঠন। এ সংগঠন বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইন-কানুনের প্রতি সর্বদা অনুগত থাকবে এবং এসবের পরিপন্থী কোনা কর্মকান্ডে সংশ্লিষ্ট থাকবে না।

০১।        সকলকে আপন, কাহাকেও নাহি করো পর, সংগঠন থাকে সবার উপর।

০২।       সংস্থার সদস্যদের একে অন্যের সহযোগিতা করার মানসিকতা গড়ে তোলা।

০৩।       সংস্থার সদস্যদের পরিবারের সদস্যদের (বাবা-মা, স্ত্রী ও সন্তান সন্তানাদিকে বোঝাবেÑ সমস্যা        সমাধানে সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করা।

০৪।   সকল সদস্যদের ন্যায় সঙ্গত অধিকার আদায়, স্বার্থ সংরক্ষণ এবং সমস্যাবলী সমাধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সর্বাতœক প্রচেষ্টা চালানো।

০৫।       সামাজিক কল্যাণ সাধন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে জনসচেতনতা বৃদ্ধি করা।

০৬।      সমাজের সমস্যাবলী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ও তার সমাধান করার জন্য সংগঠনের সদস্যদের উদ্ভুদ্ধ করা।

০৭।       শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়তা করা।

০৮।       দরিদ্র, দুস্থঃ অনাথ অসহায়দের পাশে দাঁড়ানো।

০৯।       গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সু-নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সচেতনতা সৃষ্টি করা।

১০।        পশ্চাদপদ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা।

১১।        প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করা।

১২।        মানব সম্পদ ও তথ্য প্রযুক্তির উন্নয়নে অবদান রাখা।

১৩।       মাদকমুক্ত সমাজ গড়তে মাদক বিরোধী কর্মকান্ড পরিচালনা করা।

১৪।        সংস্থার স্বার্থে সব ধরনের আর্থিক সাহায্য, মঞ্জুরী, দান, সহযোগীতা, উপহার, চাঁদা গ্রহণ এবং উক্ত দান, মঞ্জুরী, সাহায্য, সহযোগীতা, উপহার গ্রহনের মাধ্যমে বিভিন্ন তহবিল সংগ্রহ অর্জন ও সম্পদ ও সম্পত্তির রক্ষণাবেক্ষণ।

১৫।       সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জন্য সরকার, প্রতিষ্ঠান, ট্রাষ্ট সংগঠন, ব্যক্তি বা সংস্থা হতে চাঁদা, দান-অনুদান, আর্থিক সাহায্য এবং যে কোন প্রকার স্থাবর, অস্থাবর সম্পত্তি নিঃশর্তে বা দাতা কর্তৃক আরোপিত গ্রহনযোগ্য শর্তে গ্রহণ করতে পারবে।

১৬।       সকল প্রকার জনহিতকর উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত ও সহায়তা করা। প্রয়োজনে বিনিয়োগ, উৎপাদন ও বাজারজাত করার ব্যবস্থা করা।

উপস্থিত সদস্যদের নাম ও স্বাক্ষর

ক্রঃ নং  নাম        ঠিকানা স্বাক্ষর

০১          মোঃ মাহমুদুল হাসান আল কামাল           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০২         মোঃ মামুনুর রহমান       অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

০৩         মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৪         মোঃ আশরাফুজ্জামান বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

০৫         মোঃ গোলাম মোস্তফা সোহাগ    গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৬         শ্রী বিষ্ণু দেব       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

০৭         মোঃ নজরুল ইসলাম বাবু             সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

০৮         মোঃ হারুনুর রশীদ রাসেল            তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

০৯         মোঃ নিজাম উদ্দিন খাজা             বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১০          মোঃ মাহমুদুল হাসান ইমন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১১           মোঃ মাইদুল ইসলাম মিটন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১২          মোঃ জাহিদ হাসান সুমন               গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৩          মোঃ মোয়াজ্জেম হোসেন             সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

১৪          মোঃ মাইনুল ইসলাম লিটন          বড়পানসিয়া ,পীরগাছা, রংপুর।

১৫          শ্রী জগবন্ধু কুমার দাস   অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

১৬         তপন সাহা          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১৭          মোঃ ফরহাদ হোসেন রুমন          কালিগঞ্জ, ইটাকুমারী, পীরগাছা, রংপুর।               

১৮          শ্রী লাবু দেব        গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৯          শ্রী উজ্জ্বল কুমার সাহা গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর         

২০         মোঃ মাহমুদুল হাসান দুলাল        পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২১          মোঃ আউয়াল খাঁ              অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

২২         মোঃ রোকুনুজ্জামান বিমান         পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২৩         মোঃ জাহিদুল ইসলাম জাহিদ     দশগাঁও, পীরগাছা, রংপুর।          

২৪         মোঃ হারুন উর রশীদ বাবুল         গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

২৫         শ্রী মনিন্দ্র নাথ বর্ম্মণ       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

২৬         রেজাউল করিম                চন্ডিপুর, পীরগাছা, রংপুর।          

আলোচ্য সূচিঃ-

০১। সংস্থা স্থাপন ও নামকরণ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ।

০২। সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

০৩। বিবিধ।

অদ্যকার সভা অত্র এলাকার সম্মানিত ব্যক্তি জনাব মাহমুদুল হাসান (ইমন) সাহেবর সভাপতিত্বে আরম্ভ করা হল।

১নং আলোচ্য সূচি নিয়ে আলোচনা শুরু হলে জনাব মোঃ মাহমুদুল হাসান আল কামাল (সোহেল) সভায় প্রস্তাব করেন যে, অত্র এলাকার সার্বিক উন্নয়নের জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে “বন্ধন সমাজকল্যাণ সংস্থা” নামকরণের সিদ্ধান্ত গৃহিত এবং অনুমোদিত হয়।

২নং আলোচ্য সূচিতে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু হলে এলাকার উন্নয়ন কল্পে বিভিন্ন আলোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১৬টি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়। যাহা কম্পিউটার কম্পোজ করে সে মোতাবেক সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয়।

৩নং বিবিধে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

তারিখ- ১০/০৫/২০২০                                                                                                  মাহমুদুল হাসান ইমন

       সভাপতি

বন্ধন সমাজকল্যাণ সংস্থা

গ্রাম- গুয়াবাড়ী, ডাকঘর- পীরগাছা, উপজেলা- পীরগাছা, জেলা- রংপুর।

কার্যনির্বাহী পরিষদের সদস্যদের তালিকাঃ

ক্রঃ নং  সদস্যদের নাম ও এনআইডি নং                পিতা/স্বামীর নাম             মাতার নাম         জন্ম তারিখ/ বয়স            পেশা                শিক্ষাগত যোগ্যতা           সদস্যপদ লাভের তারিখ               বর্তমান ও স্থায়ী ঠিকানা পদবী    ছবি        স্বাক্ষর

০১          মোঃ মাহমুদুল হাসান আল কামাল

এনআইডি- ৪৬৪২১৬৪০০০      মোঃ আব্দুল করিম মিয়া                মোছাঃ নবিজন নেছা      ০১/০৭/১৯৮৪  ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।        সভাপতি                             

০২         মোঃ নিজাম উদ্দিন খাজা

এনআইডি- ২৮৪৩৫২১৯৩৭      মোঃ তোফাজ্জল হোসেন            মোছাঃ জোৎ¯œা বেগম             ০৪/০১/১৯৮৩  শিক্ষকতা                এমএ     ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।        সহ-সভাপতি                    

০৩         মোঃ আশরাফুজ্জামান

এনআইডি- ৫০৯২৩২১৭৪৯২   মোঃ শাহজাহান আলম  মোছাঃ আনোয়ারা বেগম              ১০/১০/১৯৮২   শিক্ষকতা                এমবিএ ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর। সহ-সভাপতি                    

০৪         মীর মোঃ মাইনুল ইসলাম

এনআইডি- ৭৩৪৩৩৬৪৩১৬     মীর মোঃ আব্দুল জলিল                মোছাঃ মালেকা বেগম   ২৩/১০/১৯৮৩  চাকুরী   এমবিএ                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর। সহ-সভাপতি                    

০৫         মোঃ মামুনুর রহমান

এনআইডি- ৮৬৯৩৩৬১৯১০      মোঃ মোস্তফা মিয়া         মোছাঃ মরিয়াম বেগম   ২৭/১০/১৯৮২  ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।      সাধারণ সম্পাদক                           

০৬         এসএম হারুন অর রশিদ

এনআইডি- ১৯৪৩৭৯৪৭৫৮      এস এম রওশন জমির    মোছাঃ হামিদা বেগম      ০২/০৯/১৯৮২  ব্যবসা   বিএসসি                ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।       যুগ্ম সাধারণ সম্পাদক                  

০৭         মোঃ মাহমুদুল হাসান

এনআইডি- ৫৯৯২০৩৯০৭২      মোঃ মোসলেম উদ্দিন   মোছাঃ বিলকিছ আরা বেগম       ২৭/১১/১৯৮২   ব্যবসা   এসএসসি                ১০/০৫/২০২০ ইং           বড় পানসিয়া, পীরগাছা, রংপুর।                সাংগঠনিক সম্পাদক                   

০৮         মোঃ নজরুল ইসলাম

এনআইডি- ২৩৫৪৯৪০১৫৩      মোঃ আমজাদ হোসেন  মোছাঃ নাছিমা বেগম     ১৯/০১/১৯৮২   ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           কিং সুখান পুকুর, পীরগাছা, রংপুর।          দপ্তর সম্পাদক                

০৯         তপন সাহা

এনআইডি- ৯১৪৩০৩৫৪৮৪      রামাজি লাল সাহা             তারা রানী সাহা  ৩০/০৮/১৯৮২ ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর। কোষাধ্যক্ষ                         

১০          মোঃ গোলাম মোস্তফা

এনআইডি- ৪১৯৩৬০৭০৪৩      মোঃ মোসলেম উদ্দিন   মোছাঃ হোসনে আরা বেগম         ২৫/১২/১৯৮২  ব্যবসা   এমবিএ                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর। প্রচার সম্পাদক                               

১১           সাদেক হোসেন

এনআইডি- ৭৭৯৪৩৫২১০৯       বাহার আলী মিঞা            আনোয়ারা বেগম             ০১/১২/১৯৮৩   আইনজীবি         এলএলবি                ১০/০৫/২০২০ ইং           তালুক ইসাদ, পীরগাছা, রংপুর। আইন সম্পাদক                              

১২          মোঃ মাইদুল ইসলাম

এনআইডি- ২৮৪১৯৭৬৭২৯      মোঃ আব্দুর রউফ            মোছাঃ তাহমিনা বেগম  ১৫/১২/১৯৮৩  শিক্ষকতা            এমবিএ                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর। সমাজসেবা বিষয়ক সম্পাদক                   

১৩          মোঃ মোয়াজ্জেম হোসেন

এনআইডি-২৪০৪৫৩৫৩৭৫      মোঃ মতিয়ার রহমান      মোছাঃ মনোয়ারা বেগম                ১৭/০১/১৯৮২   আধুনিক কৃষি উদ্যোক্তা             বিএসসি ইঞ্জিঃ   ১০/০৫/২০২০ ইং           সুখান পুকুর, পীরগাছা, রংপুর।   শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক                               

১৪          মোঃ ফরহাদ হোসেন

এনআইডি-৯১৪৩৩৭৭৪৬৪       মোঃ আক্তার হোসেন      মোছা: ফরিদা আক্তার    ০১/০১/১৯৮২   চাকুরী   বিএ                ১০/০৫/২০২০ ইং           উত্তর অনন্তরাম, ইটাকুমারী, পীরগাছা, রংপুর।   গ্রন্থনা ও প্রকাশনা

সম্পাদক                            

১৫          মোঃ মাহমুদ-উল-হাসান

এনআইডি-৮৫১৭৩৭৬৯০০৪৯৮            মোঃ রওশন আলী            মোছাঃ হামিদা বেগম      ০৩/০২/১৯৮২ শিক্ষকতা                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           চন্ডিপুর, পীরগাছা, রংপুর।           ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক                    

১৬         মোঃ রেজাউল করিম

এনআইডি- ৭৭৯৩১৬২৬০৮     আমান উল্লাহ প্রামানিক                মোছাঃ আলেতন নেছা   ০৩/০৩/১৯৮২ চাকুরী   ডিপ্লোমা                ১০/০৫/২০২০ ইং           চন্ডিপুর, পীরগাছা, রংপুর।           ধর্ম বিষয়ক সম্পাদক                    

১৭          জগবন্ধু কুমার দাস

এনআইডি- ৮২৪২০১১৭৮৪       গোপাল চন্দ্্র দাস        ননী বালা              ৩১/১০/১৯৮৩  ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।      উপ-ধর্ম বিষয়ক সম্পাদক                          

১৮          খায়রুল কবির শোয়েব

এনআইডি-৭৭৯৩৬১১৪২২        মোঃ আব্দুল কুদ্দুস          মোছাঃ খোদেজা বেগম  ২৪/১১/১৯৮১    ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।        তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক                              

১৯          মোঃ হারুন অর রশিদ

এনআইডি – ৫৯৮৭৯৯৬৪১৯     মোঃ আব্দুল হাই               মোছাঃ রোকেয়া বেগম  ০১/০১/১৯৮৪   ব্যবসা   ডিপ্লোমা                ১০/০৫/২০২০ ইং           তালুক ইসাদ, পীরগাছা, রংপুর।                কৃষি বিষয়ক সম্পাদক                 

২০         মোঃ স্বপন মিয়া

এনআইডি- ৭৭৯৩৪৮৯০২৭      আব্দুল লতিফ মিয়া         মোছাঃ নুরুন্নাহার বেগম                ০৩/০৪/১৯৮২ ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           তালুক ইসাদ, পীরগাছা, রংপুর। পরিবেশ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক                           

২১          মো: আইনুল হোসেন

এনআইডি- ২৪২২১৩১০৪৩       মো: সিদ্দিকুর রহমান     মো: মোহরা খাতুন           ২০/১২/১৯৮২  আইনজীবি         এলএলবি                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।        সদস্য                   

২২         মোঃ হারুন অর রশিদ

এনআইডি- ১৯০৮১০৫৩৭০       আজিজ আহমেদ            রাহিলা আহমেদ               ১২/০২/১৯৮৩  ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।        সদস্য                   

২৩         মোঃ জাহেদুল ইসলাম

এনআইডি- ২৩৯৩৬৭০০০১      মোঃ হায়দার আলী          মোছাঃ জহুরা বেগম       ০৭/০৪/১৯৮৩ ব্যবসা   বিএসএস                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।      সদস্য                   

২৪         মোক্তার আহমেদ

এনআইডি- ৮২০৩৭৭৫৮৫৬    মোঃ আব্দুল হাদী             মোছাঃ ফাতেমা বেগম   ০১/১২/১৯৮৩   ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           তালুক ইসাদ, পীরগাছা, রংপুর। সদস্য                   

২৫         এস এম শাহারাত আলম

এনআইডি- ৯৫৭১০০৬৬৫০     মোঃ আমিনুর রসুল        মোছাঃ শহিদুন নাহার     ২০/১০/১৯৮২  ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।      সদস্য                   

২৬         মোঃ মমিনুল ইসলাম

এনআইডি-৮৫১৭৩৭৫৯১৩৪৩৫             মৃত সাখাওয়াৎ হোসেন  খোতেজা বেওয়া               ২৫/১০/১৯৭৭  ব্যবসা   অষ্টম                ১০/০৫/২০২০ ইং           সুখান পুকুর, পীরগাছা, রংপুর।   সদস্য                   

২৭         মোঃ রাশেদুজ্জামান

এনআইডি- ৪৬৪১৯০৬৬৪১      মোঃ ইউসুফ আলী          মোছাঃ রোকেয়া বেগম  ২০/০৫/১৯৮২ চাকুরী   অর্নাস                ১০/০৫/২০২০ ইং           চৌধুরানী, পীরগাছা, রংপুর।        সদস্য                   

২৮         মোঃ মর্তুজার রহমান

এনআইডি- ৭৩০৭৬৯৪৭৮১      মোঃ মজিবর রহমান       মমতাজ রহমান               ০১/০৪/১৯৮১   ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           যাদুলস্কর, পীরগাছা, রংপুর।        সদস্য                   

২৯         অনিল চন্দ্র সেন

এনআইডি-৮২৪২০০৪৭৯৭       শ্রী সুধীর চন্দ্র সেন            টোপো বালা       ১০/১০/১৯৮১    ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর         সদস্য                   

৩০         মোঃ আব্দুল আউয়াল

এনআইডি- ৮২৪২৬৯৬৩৩৭    মোঃ মোক্তার আলী         মোছাঃ সালেহা বেগম     ০৩/০৭/১৯৮১  ব্যবসা   মাষ্টার্স                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।      সদস্য                   

৩১          মোঃ জাহিদ হাসান

এনআইডি- ৩৭৪২১৫৮৫৬৫     মোঃ রুহুল আমিন           মোছাঃ শরিফা বেগম      ১০/০৭/১৯৮২  ব্যবসা   অষ্টম                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।        সদস্য                   

বন্ধন সমাজকল্যাণ সংস্থা

গ্রাম- গুয়াবাড়ী, ডাকঘর- পীরগাছা, উপজেলা- পীরগাছা, জেলা- রংপুর।

উপদেষ্ঠা পরিষদের সদস্যদের তালিকাঃ

ক্রঃ নং  সদস্যদের নাম ও এনআইডি নং                পিতা/স্বামীর নাম             মাতার নাম         জন্ম তারিখ/ বয়স            পেশা                শিক্ষাগত যোগ্যতা           সদস্যপদ লাভের তারিখ               বর্তমান ও স্থায়ী ঠিকানা ছবি        স্বাক্ষর

০১          মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ

এনআইডি- ৫০৯২১৪১৭৯৪        মোঃ সহিদুল ইসলাম      মোছাঃ মনোয়ারা বেগম                ১২/০১/১৯৮২   ব্যবসা   এমএড                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।                       

০২         মোঃ শফিকুল ইসলাম

এনআইডি- ৮৫১৭৩৮৫৯৭৫৫১৪            মোঃ শামসুল হক             মোছাঃ নুরজাহান বেগম                ২০/০৮/১৯৮৩ চাকুরী                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।                      

০৩         ইমরান ফয়সাল

এনআইডি- ৭৩২৩৫৩৮৪৯১      এ এন আহমেদ উল্লাহ    গুলশান আরা খানম       ১৪/১২/১৯৮৩   চাকুরী   এমবিএ                ১০/০৫/২০২০ ইং           সৈয়দপুর, পীরগাছা, রংপুর।                      

০৪         খন্দকার মোঃ আবু তারেক

এনআইডি-৫০৯৩৯৮৩২২৮      খন্দকার মোঃ আব্দুস ছালাম        সৈয়দা ফাতেনুর               ২৯/১০/১৯৮২  ব্যবসা   অর্নাস                ১০/০৫/২০২০ ইং           পরাণ, তাম্বুলপুর, পীরগাছা, রংপুর                           

০৫         এস এম জাহাঙ্গীর আলম

এনআইডি- ২৬৫০৮৯৮৫৪৬২৫২          এস এম বাবর আলী         মোছাঃ রহিমা বেগম       ২৬/১০/১৯৮২  ব্যবসা   বিএসসি                ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।                      

০৬         মোঃ রোকুনুজ্জামান

এনআইডি- ৪৬৪২৮১৩৯৪৫      মোঃ রুহুল আমিন           মোছাঃ হোসনেয়ারা বেগম           ১৫/০৮/১৯৮৩ শিক্ষকতা                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           ইটাকুমারী, পীরগাছা, রংপুর।                     

০৭         মোঃ মামুন অর রশিদ

এনআইডি-৪৬২৩১৬৬৩৫৪     মোঃ আব্দুর রহমান মিয়া              হাজেরা বেগম   ০৮/১০/১৯৮২  ব্যবসা   সিএ                ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।                      

০৮         মোঃ সাদেকীন হাবীব বাপ্পী

এনআইডি-৬৮৯৩২৯৬৮০৩     মোঃ আসাদুল ইসলাম   মোছাঃ সাজেদা খাতুন    ০৫/০৩/১৯৮২ চাকুরী   এলএলবি                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর                   

০৯         শাহ মোঃ মেহেদী হাসান

এনআইডি-৮২৪২৫০২৫০১       শাহ মোঃ মকবুল হোসেন              মোছাঃমকসুদা বেগম    ০১/০১/১৯৮২   ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর                         

১০          মোঃ আবুল ফয়েজ

এনআইডি – ৭৩৫৮৩৩৫৪৭৪    মোঃ আব্দুল আলী            মোছাঃ ফাতেমা খাতুন   ২৭/১০/১৯৮১   ব্যবসা   বিএসসি ইঞ্জিঃ                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর                   

১১           রেজাউল করিম

এনআইডি -৮৬৯৫৩০৪৪৯৬    আবুবক্কর সিদ্দিক            রোকেয়া বেগম ০৫/০৩/১৯৮৩ ব্যবসা   বিএ        ১০/০৫/২০২০ ইং                অনন্তরাম, পীরগাছা, রংপুর                        

১২          মোঃ মিজানুর রহমান

এনআইডি -৮৫২৪৯১৪১৭৭৭০৪             মোঃ মকবুল হোসেন       মোছাঃ মনোয়ারা বেগম                ২৫/০৫/১৯৮৩ চাকুরী                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           কান্দি, পীরগাছা, রংপুর।                              

উপস্থিত সদস্যদের নাম ও স্বাক্ষর

ক্রঃ নং  নাম        ঠিকানা স্বাক্ষর

০১          মোঃ মাহমুদুল হাসান আল কামাল           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০২         মোঃ মামুনুর রহমান       অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

০৩         মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৪         মোঃ আশরাফুজ্জামান  বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

০৫         মোঃ গোলাম মোস্তফা সোহাগ    গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৬         শ্রী বিষ্ণু দেব       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

০৭         মোঃ নজরুল ইসলাম বাবু             সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

০৮         মোঃ হারুনুর রশীদ রাসেল            তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

০৯         মোঃ নিজাম উদ্দিন খাজা             বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১০          মোঃ মাহমুদুল হাসান ইমন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১১           মোঃ মাইদুল ইসলাম মিটন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১২          মোঃ জাহিদ হাসান সুমন               গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৩          মোঃ মোয়াজ্জেম হোসেন             সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

১৪          মোঃ মাইনুল ইসলাম লিটন          বড়পানসিয়া ,পীরগাছা, রংপুর।

১৫          শ্রী জগবন্ধু          অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

১৬         তপন সাহা          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১৭          মোঃ ফরহাদ হোসেন রুমন          কালিগঞ্জ, ইটাকুমারী, পীরগাছা, রংপুর।               

১৮          শ্রী লাবু দেব        গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৯          শ্রী উজ্জ্বল কুমার সাহা  গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর         

২০         মোঃ মাহমুদুল হাসান দুলাল        পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২১          মোঃ আউয়াল খাঁ              অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

২২         মোঃ রোকুনুজ্জামান বিমান         পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২৩         মোঃ জাহিদুল ইসলাম জাহিদ     দশগাঁও, পীরগাছা, রংপুর।          

২৪         মোঃ হারুন উর রশীদ বাবুল         গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

২৫         শ্রী মনিন্দ্র নাথ বর্ম্মণ       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

২৬         রেজাউল করিম                চন্ডিপুর, পীরগাছা, রংপুর।          

২৭         আনোয়ার হোসেন মিন্টু               সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

২৮         মোঃ রেজাউল করিম রেজা          সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

২৯         মমিনুল ইসলাম মমিন   সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

৩০         শ্রী অর্জুন সাহা  গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৩১          মো: আব্দুল খালেক         পাওটানা, পীরগাছা, রংপুর।        

৩২         মো: আনিছুর রহমান      কান্দি, পীরগাছা, রংপুর

৩৩         এস এম জাহাঙ্গীর আলম              তাম্বুলপুর, পীরগাছা, রংপুর         

৩৪         মোঃ রেজাউল করিম      কান্দি, পীরগাছা, রংপুর

৩৫         মোঃ মিজানুর রহমান     কান্দি, পীরগাছা, রংপুর

৩৬        মোঃ মন্জুরুল ইসলাম  সৈয়দপুর, পীরগাছা, রংপুর         

৩৭         মোঃ রেজাউল করিম      অনন্তরাম, পীরগাছা, রংপুর        

৩৮         মোঃ মর্তুজার রহমান তারা           অন্নদানগর, পীরগাছা, রংপুর     

৩৯         মোঃ মোক্তার আহমেদ  তালুক ইসাদ, পীরগাছা, রংপুর  

৪০         মোঃ নজরুল ইসলাম     পশ্চিমদেবু, পীরগাছা, রংপুর     

৪১          মোঃ রুহুল আমিন           কৈকুরী, পীরগাছা, রংপুর             

৪২         মোঃ মোজাহিদুল ইসলাম             আরাজি কান্দি, পীরগাছা, রংপুর               

৪৩         মোঃ রাশেদুজ্জামান       চেীধুরানী, পীরগাছা, রংপুর          

৪৪         মোঃ মোকলেছুর রহমান               তালুক ইসাদ, পীরগাছা, রংপুর  

৪৫         মাহমুদ-উল-হাসান ইমরান          চন্ডিপুর, পীরগাছা, রংপুর।          

৪৬         মোঃ মোস্তাফিজার রহমান           বড় পানসিয়া, পীরগাছা, রংপুর।               

৪৭         মোঃ রাসেদুল ইসলাম    কৈকুড়ী, পীরগাছা, রংপুর।          

৪৮         মোশরেফুল ইসলাম মশু              গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৪৯         মোঃ রিফাকুল ইসলাম বাবুল      চৌধুরানী, পীরগাছা, রংপুর।       

৫০         খায়রুল কবির শোয়েব   গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৫১          মোঃ সাদেক হোসেন      তালুক ইসাদ, পীরগাছা, রংপুর  

৫২         প্রভাস কুমার অলক        ইটাকুমারী, পীরগাছা, রংপুর।     

৫৩         মোঃ ডালিম        কৈকুরী, পীরগাছা, রংপুর।           

৫৪         মোঃ জনি            গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৫৫         মোঃ বিপ্লব সরদার           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৫৬        মোঃ আমিনুল ইসলাম   পারুল, পীরগাছা, রংপুর               

৫৭         মোঃ মনজুর হোসেন       নগরজিৎপুর, পীরগাছা, রংপুর।

৫৮         মোঃ মনময় রহমান        বড়পানসিয়া, পীরগাছা, রংপুর   

৫৯         মোঃ সাজেদুল ইসলাম খোকন   ছাওলা, পীরগাছা, রংপুর               

৬০         মো: আমিনুল ইসলাম    কান্দি, পীরগাছা, রংপুর

৬১         মোঃ রাশেদুল ইসলাম    পারুল, পীরগাছা, রংপুর               

৬২         রাহেল   গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর         

৬৩        মোঃ মজনু মিয়া               , পীরগাছা, রংপুর            

৬৪         নিক্সন    মাইটাল, পীরগাছা, রংপুর।          

৬৫        সুজন গল্ফ          পীরগাছা, রংপুর।            

৬৬        গোলাম আজম সোহাগ পীরগাছা, রংপুর।            

৬৭         প্রদীপ কুমার      পীরগাছা, রংপুর।            

৬৮        সাইফুল                নাওডারা, পীরগাছা, রংপুর।        

৬৯         দুলাল    নাওডারা, পীরগাছা, রংপুর।        

৭০         রোকুনুজ্জামান বিমান   নাওডারা, পীরগাছা, রংপুর।        

আলোচ্য সূচিঃ-

০১। গত সভার কার্যাদী পাঠ ও অনুমোদন।

০২। সংস্থার কার্যনিবাহী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

০৩। বিবিধ।

অদ্যকার সভা অত্র সংস্থার সম্মানিত সদস্য জনাব মাহমুদুল হাসান (ইমন) সাহেবের সভাপতিত্বে আরম্ভ করা হল।

১নং আলোচ্য সূচিতে গত সভার কার্যাদী সভায় পাঠান্তে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে তাহা গৃহিত ও অনুমোদিত হয়।

২নং আলোচ্য সূচি নিয়ে আলোচনা শুরু হলে জনাব মোঃ মাহমুদুল হাসান আল কামাল (সোহেল) সাহেব সভায় প্রস্তাব করেন যে, অত্র সংস্থার জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা প্রয়োজন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ¦ন্দিতায় “বন্ধন সমাজকল্যাণ সংস্থা” এর নি¤œবর্ণিত ব্যক্তিবর্গকে নিয়ে ৭ (সাত) সদস্য বিশিষ্ট ২ (দুই) বছর মেয়াদী একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত এবং অনুমোদিত হয়। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

কার্যনির্বাহী কমিটির সদস্যগণের তালিকাঃ

ক্রমিক নাম        ঠিকানা পদবী

০১          মোঃ মাহমুদুল হাসান আল কামাল                           সভাপতি

০২         মোঃ নিজাম উদ্দিন খাজা                             সহ সভাপতি

০৩         মোঃ মামুনুর রহমান                       সাধারণ সম্পাদক

০৪         এসএম হারুন অর রশিদ                               যুগ্ম সাধারণ সম্পাদক

০৫         মোঃ নজরুল ইসলাম                     দপ্তর সম্পাদক

০৬         মোঃ গোলাম মোস্তফা                    প্্রচার সম্পাদক

০৭         তপন সাহা                          কোষাধ্যক্ষ

৩নং বিবিধে অন্যকোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করা হলো।

তারিখ- ০৫/০৭/২০২৩                                                                                 মাহমুদুল হাসান ইমন

     সভাপতি  

বন্ধন সমাজকল্যাণ সংস্থা

গ্রাম- গুয়াবাড়ী, ডাকঘর- পীরগাছা, উপজেলা- পীরগাছা, জেলা- রংপুর।

সাধারণ পরিষদের সদস্যদের তালিকাঃ

ক্রঃ নং  সদস্যদের নাম ও এনআইডি নং                পিতা/স্বামীর নাম             মাতার নাম         জন্ম তারিখ/ বয়স            পেশা                শিক্ষাগত যোগ্যতা           সদস্যপদ লাভের তারিখ               বর্তমান ও স্থায়ী ঠিকানা স্বাক্ষর

০১          মোঃ মাহমুদুল হাসান আল কামাল

এনআইডি- ৪৬৪২১৬৪০০০      মোঃ আব্দুল করিম মিয়া                মোছাঃ নবিজন নেছা      ০১/০৭/১৯৮৪  ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০২         মোঃ নিজাম উদ্দিন খাজা

এনআইডি- ২৮৪৩৫২১৯৩৭      মোঃ তোফাজ্জল হোসেন            মোছাঃ জোৎ¯œা বেগম             ০৪/০১/১৯৮৩  শিক্ষকতা                এমএ     ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৩         মোঃ আশরাফুজ্জামান

এনআইডি- ৫০৯২৩২১৭৪৯২   মোঃ শাহজাহান আলম  মোছাঃ আনোয়ারা বেগম              ১০/১০/১৯৮২   শিক্ষকতা                এমবিএ ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

০৪         মীর মোঃ মাইনুল ইসলাম

এনআইডি- ৭৩৪৩৩৬৪৩১৬     মীর মোঃ আব্দুল জলিল                মোছাঃ মালেকা বেগম   ২৩/১০/১৯৮৩  চাকুরী   মাষ্টার্স                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

০৫         মোঃ মামুনুর রহমান

এনআইডি- ৮৬৯৩৩৬১৯১০      মোঃ মোস্তফা মিয়া         মোছাঃ মরিয়াম বেগম   ২৭/১০/১৯৮২  ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

০৬         এসএম হারুন অর রশিদ

এনআইডি- ১৯৪৩৭৯৪৭৫৮      এস এম রওশন জমির    মোছাঃ হামিদা বেগম      ০২/০৯/১৯৮২  ব্যবসা   বিএসসি                ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

০৭         মোঃ মাহমুদুল হাসান

এনআইডি- ৫৯৯২০৩৯০৭২      মোঃ মোসলেম উদ্দিন   মোছাঃ বিলকিছ আরা বেগম       ২৭/১১/১৯৮২   ব্যবসা   এসএসসি                ১০/০৫/২০২০ ইং           বড় পানসিয়া, পীরগাছা, রংপুর।               

০৮         মোঃ নজরুল ইসলাম

এনআইডি- ২৩৫৪৯৪০১৫৩      মোঃ আমজাদ হোসেন  মোছাঃ নাছিমা বেগম     ১৯/০১/১৯৮২   ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           কিং সুখান পুকুর, পীরগাছা, রংপুর।         

০৯         মোঃ গোলাম মোস্তফা

এনআইডি- ৪১৯৩৬০৭০৪৩      মোঃ মোসলেম উদ্দিন   মোছাঃ হোসনে আরা বেগম         ২৫/১২/১৯৮২  ব্যবসা   এমবিএ                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১০          তপন সাহা

এনআইডি- ৯১৪৩০৩৫৪৮৪      রামাজি লাল সাহা             তারা রানী সাহা  ৩০/০৮/১৯৮২ ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১১           সাদেক হোসেন

এনআইডি- ৭৭৯৪৩৫২১০৯       বাহার আলী মিঞা            আনোয়ারা বেগম             ০১/১২/১৯৮৩   আইনজীবি         এলএলবি                ১০/০৫/২০২০ ইং           তালুক ইসাদ, পীরগাছা, রংপুর।

১২          মোঃ মাইদুল ইসলাম

এনআইডি- ২৮৪১৯৭৬৭২৯      মোঃ আব্দুর রউফ            মোছাঃ তাহমিনা বেগম  ১৫/১২/১৯৮৩  শিক্ষকতা            এমবিএ                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১৩          মোঃ মোয়াজ্জেম হোসেন

এনআইডি-২৪০৪৫৩৫৩৭৫      মোঃ মতিয়ার রহমান      মোছাঃ মনোয়ারা বেগম                ১৭/০১/১৯৮২   আধুনিক কৃষি উদ্যোক্তা             বিএসসি ইঞ্জিঃ   ১০/০৫/২০২০ ইং           সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

১৪          ফরহাদ হোসেন

এনআইডি-৯১৪৩৩৭৭৪৬৪       মো: আক্তার হোসেন       মোছা: ফরিদা আক্তার    ০১/০১/১৯৮২   চাকুরী   বিএ                ১০/০৫/২০২০ ইং           উত্তর অনন্তরাম, ইটাকুমারী, পীরগাছা, রংপুর।  

১৫          মোঃ মাহমুদ-উল-হাসান

এনআইডি-৮৫১৭৩৭৬৯০০৪৯৮            মোঃ রওশন আলী            মোছাঃ হামিদা বেগম      ০৩/০২/১৯৮২ শিক্ষকতা                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           চন্ডিপুর, পীরগাছা, রংপুর।          

১৬         মোঃ রেজাউল করিম

এনআইডি- ৭৭৯৩১৬২৬০৮     আমান উল্লাহ প্রামানিক                মোছাঃ আলেতন নেছা   ০৩/০৩/১৯৮২ চাকুরী   ডিপ্লোমা                ১০/০৫/২০২০ ইং           চন্ডিপুর, পীরগাছা, রংপুর।          

১৭          জগবন্ধু কুমার দাস

এনআইডি- ৮২৪২০১১৭৮৪       গোপাল চন্দ্্র দাস        ননী বালা              ৩১/১০/১৯৮৩  ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

১৮          খায়রুল কবির শোয়েব

এনআইডি-৭৭৯৩৬১১৪২২        মো: আব্দুল কুদ্দুস           মোছাঃ খোদেজা বেগম  ২৪/১১/১৯৮১    ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৯          মোঃ স্বপন মিয়া

এনআইডি- ৭৭৯৩৪৮৯০২৭      আব্দুল লতিফ মিয়া         মোছাঃ নুরুন্নাহার বেগম                ০৩/০৪/১৯৮২ ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           তালুক ইসাদ, পীরগাছা, রংপুর।

২০         অনিল চন্দ্র সেন

এনআইডি-৮২৪২০০৪৭৯৭       শ্রী সুধীর চন্দ্র সেন            টোপো বালা       ১০/১০/১৯৮১    ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর        

২১          মো: আইনুল হোসেন

২৪২২১৩১০৪৩               মো: সিদ্দিকুর রহমান     মো: মোহরা খাতুন           ২০/১২/১৯৮২  আইনজীবি         এলএলবি                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

২২         মোঃ হারুন অর রশিদ

এনআইডি- ১৯০৮১০৫৩৭০       আজিজ আহমেদ            রাহিলা আহমেদ               ১২/০২/১৯৮৩  ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

২৩         মোঃ জাহেদুল ইসলাম

এনআইডি- ২৩৯৩৬৭০০০১      মোঃ হায়দার আলী          মোছাঃ জহুরা বেগম       ০৭/০৪/১৯৮৩ ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

২৪         মোক্তার আহমেদ

এনআইডি- ৮২০৩৭৭৫৮৫৬    মোঃ আব্দুল হাদী             মোছাঃ ফাতেমা বেগম   ০১/১২/১৯৮৩   ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           তালুক ইসাদ, পীরগাছা, রংপুর।

২৫         মোঃ মাহমুদ খান

এনআইডি- ৭৩৪৪৯৯৩২৬১      মোঃ এনামুল হক খান     মোছাঃ হাছনা বানু            ০৭/০৪/১৯৮২  চাকুরী   মাষ্টার্স                ১০/০৫/২০২০ ইং           কান্দি, পীরগাছা, রংপুর।              

২৬         মোঃ হুমায়ুন কবির

এনআইডি- ৩৭৪৪৯৭০৮২৭      মোঃ আফাজ উদ্দিন সরকার      মোছাঃ ফুলমতি বেগম  ১২/০১/১৯৮১    ব্যবসা   এইচএসসি                ১০/০৫/২০২০ ইং           কান্দি, পীরগাছা, রংপুর।              

২৭         মোঃ রাশেদুজ্জামান

এনআইডি- ৪৬৪১৯০৬৬৪১      মোঃ ইউসুফ আলী          মোছাঃ রোকেয়া বেগম  ২০/০৫/১৯৮২ চাকুরী   অর্নাস                ১০/০৫/২০২০ ইং           চৌধুরানী, পীরগাছা, রংপুর।       

২৮         মোঃ মর্তুজার রহমান

এনআইডি- ৭৩০৭৬৯৪৭৮১      মোঃ মজিবর রহমান       মমতাজ রহমান               ০১/০৪/১৯৮১   ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           যাদুলস্কর, পীরগাছা, রংপুর।       

২৯         মোঃ রোকুনুজ্জামান

এনআইডি- ৪৬৪২৮১৩৯৪৫      মোঃ রুহুল আমিন           মোছাঃ হোসনেয়ারা বেগম           ১৫/০৮/১৯৮৩ শিক্ষকতা                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           ইটাকুমারী, পীরগাছা, রংপুর।     

৩০         মোঃ আব্দুল আউয়াল

এনআইডি- ৮২৪২৬৯৬৩৩৭    মোঃ মোক্তার আলী         মোছাঃ সালেহা বেগম     ০৩/০৭/১৯৮১  ব্যবসা   মাষ্টার্স                ১০/০৫/২০২০ ইং           অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

৩১          মোঃ জাহিদ হাসান

এনআইডি- ৩৭৪২১৫৮৫৬৫     মোঃ রুহুল আমিন           মোছাঃ শরিফা বেগম      ১০/০৭/১৯৮২  ব্যবসা   অষ্টম                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৩২         মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ

এনআইডি- ৫০৯২১৪১৭৯৪        মোঃ সহিদুল ইসলাম      মোছাঃ মনোয়ারা বেগম                ১২/০১/১৯৮২   ব্যবসা   এমএড                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৩৩         মোঃ শফিকুল ইসলাম

এনআইডি-৮৫১৭৩৮৫৯৭৫৫১৪             মোঃ শামসুল হক             মোছাঃ নুরজাহান বেগম                ২০/০৮/১৯৮৩ চাকুরী                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

৩৪         ইমরান ফয়সাল

এনআইডি- ৭৩২৩৫৩৮৪৯১      এ এন আহমেদ উল্লাহ    গুলশান আরা খানম       ১৪/১২/১৯৮৩   চাকুরী   বিএসসি ইঞ্জিঃ                ১০/০৫/২০২০ ইং           সৈয়দপুর, পীরগাছা, রংপুর।      

৩৫         খন্দকার মোঃ আবু তারেক

এনআইডি-৫০৯৩৯৮৩২২৮      খন্দকার মোঃ আব্দুস ছালাম        সৈয়দা ফাতেনুর               ২৯/১০/১৯৮২  ব্যবসা   অর্নাস                ১০/০৫/২০২০ ইং           পরাণ, তাম্বুলপুর, পীরগাছা, রংপুর           

৩৬        এস এম জাহাঙ্গীর আলম

এনআইডি-২৬৫০৮৯৮৫৪৬২৫২           এস এম বাবর আলী         মোছাঃ রহিমা বেগম                       ব্যবসা   বিএসসি                ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

৩৭         মোঃ রাহেল চৌধুরী

এনআইডি – ৬৮৯৩১৪৯৫২৩    আবুল কালাম আজাদ    মোঃ রাহেলা বেগম          ০১/০৩/১৯৮৩  ব্যবসা   এসএসসি                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৩৮         মোঃ মামুন অর রশিদ

এনআইডি-৪৬২৩১৬৬৩৫৪     মোঃ আব্দুর রহমান মিয়া              হাজেরা বেগম   ০৮/১০/১৯৮২  আইনজীবি         এলএলবি                ১০/০৫/২০২০ ইং           তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

৩৯         মোঃ সাদেকীন হাবীব বাপ্পী

এনআইডি-৬৮৯৩২৯৬৮০৩     মোঃ আসাদুল ইসলাম   মোছাঃ সাজেদা খাতুন    ০৫/০৩/১৯৮২ জজ       এলএলবি                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর   

৪০         রেজাউল করিম

এনআইডি -৮৬৯৫৩০৪৪৯৬    আবুবক্কর সিদ্দিক            রোকেয়া বেগম ০৫/০৩/১৯৮৩ ব্যবসা   বিএ        ১০/০৫/২০২০ ইং                অনন্তরাম, পীরগাছা, রংপুর        

৪১          মোঃ মিজানুর রহমান

এনআইডি -৮৫২৪৯১৪১৭৭৭০৪             মোঃ মকবুল হোসেন       মোছাঃ মনোয়ারা বেগম                ২৫/০৫/১৯৮৩ চাকুরী                মাষ্টার্স   ১০/০৫/২০২০ ইং           কান্দি, পীরগাছা, রংপুর।              

৪২         শাহ মোঃ মেহেদী হাসান

এনআইডি-৮২৪২৫০২৫০১       শাহ মোঃ মকবুল হোসেন              মোছাঃমকসুদা বেগম    ০১/০১/১৯৮২   ব্যবসা   বিএ                ১০/০৫/২০২০ ইং           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর         

৪৩         মোঃ আবুল ফয়েজ

এনআইডি – ৭৩৫৮৩৩৫৪৭৪    মোঃ আব্দুল আলী            মোছাঃ ফাতেমা খাতুন   ২৭/১০/১৯৮১   ব্যবসা   বিএসসি ইঞ্জিঃ                ১০/০৫/২০২০ ইং           বড়পানসিয়া, পীরগাছা, রংপুর   

স্থাবর/অস্থাবর সম্পদের বিবরণ

ক্রঃ নং  বিবরণ  পরিমাণ               টাকা

০১          জমি      জামানত              ৫০,০০০/-

০২         ঘর টিন সেড      ৩০১৬ ফিট      ১৫০,০০০/-

০৩         ষ্টীলের আলমারী               ০১ টি     ৩৫,০০০/-

০৪         চেয়ার   ৩০ টি    ২০,০০০/-

০৫         টেবিল   ০২ টি    ১৫,০০০/-

০৬         ডেক্স      ০৪ টি    ১০,০০০/-

০৭         সিলিং ফ্যান        ০৪ টি    ১২,০০০/-

০৮         ক্যালকুলেটর     ০২ টি    ১,৫০০/-

০৯         স্টাপ্লার ০১ টি     ২৫০/-

১০          ঘড়ি       ০১ টি     ১,৫০০/-

১১           টিউবওয়েল        ০১ টি     ৮,০০০/-

মোট=   ৩,০৩,২৫০/-

২০২০-২০২১ অর্থ বছরের আয়-ব্যয় এর হিসাব

আয়ের উৎস      ব্যয়ের খাত

সদস্য ফি             ৩১০০০                করোনাকালীন মাস্ক ও ত্রাণ          ৯৫০০০

মাসিক চাঁদা        ৩৬৯০০              করোনাকালীন নগদ অর্থ সাহায্য               ২৫০০০

বিশেষ চাঁদা         ২৮৫০০               ঘর ভাড়া ও অফিসিয়াল খরচ      ১৮০০০

বেসরকারী অনুদান         ৫২৫০০               বিদ্যুৎ বিল           ৮০০০

                                বিবিধ খরচ          ৩০০০

মোট আদায় =   ১৪৮৯০০            মোট আদায় =   ১৪১০০০

উৎবৃত্ত টাকা = ৭৯০০/-

উপস্থিত সদস্যদের নাম ও স্বাক্ষর

ক্রঃ নং  নাম        ঠিকানা স্বাক্ষর

০১          মোঃ মাহমুদুল হাসান আল কামাল           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০২         মোঃ মামুনুর রহমান       অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

০৩         মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৪         মোঃ আশরাফুজ্জামান বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

০৫         মোঃ গোলাম মোস্তফা সোহাগ    গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৬         শ্রী বিষ্ণু দেব       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

০৭         মোঃ নজরুল ইসলাম বাবু             সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

০৮         মোঃ হারুনুর রশীদ রাসেল            তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

০৯         মোঃ নিজাম উদ্দিন খাজা             বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১০          মোঃ মাহমুদুল হাসান ইমন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১১           মোঃ মাইদুল ইসলাম মিটন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১২          মোঃ জাহিদ হাসান সুমন               গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৩          মোঃ মোয়াজ্জেম হোসেন             সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

১৪          মোঃ মাইনুল ইসলাম লিটন          বড়পানসিয়া ,পীরগাছা, রংপুর।

১৫          শ্রী জগবন্ধু          অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

১৬         তপন সাহা          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১৭          মোঃ ফরহাদ হোসেন রুমন          কালিগঞ্জ, ইটাকুমারী, পীরগাছা, রংপুর।               

১৮          শ্রী লাবু দেব        গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৯          শ্রী উজ্জ্বল কুমার সাহা গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর         

২০         মোঃ মাহমুদুল হাসান দুলাল        পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২১          মোঃ আউয়াল খাঁ              অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

২২         মোঃ রোকুনুজ্জামান বিমান         পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২৩         মোঃ জাহিদুল ইসলাম জাহিদ     দশগাঁও, পীরগাছা, রংপুর।          

২৪         মোঃ হারুন উর রশীদ বাবুল         গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

২৫         শ্রী মনিন্দ্র নাথ বর্ম্মণ       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

২৬         রেজাউল করিম                চন্ডিপুর, পীরগাছা, রংপুর।          

আলোচ্য সূচীঃ-

০১। গত সভার কার্যাদী পাঠ ও অনুমোদন।

০২। সংস্থার গত ২০২১-২০২২ অর্থ বছরের আয়-ব্যয় অনুমোদন প্রসঙ্গে।

০৩। ২০২২-২০২৩ ইং অর্থ বছরের বাজেট প্রনয়ণ ও অনুমোদন প্রসঙ্গে।

০৪। বিবিধ।

অদ্যকার সভা অত্র সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোঃ মাহমুদুল হাসান আল কামাল সাহেবের সভাপতিত্বে আরম্ভ করা হল।

১নং আলোচ্য সূচিতে গত সভার কার্যাদী সভায় পাঠান্তে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে তাহা গৃহিত ও অনুমোদিত হয়।

২নং আলোচ্য সূচি নিয়ে আলোচনা শুরু হলে অত্র সংস্থার সম্মানিত সম্পাদক জনাব মোঃ মামুনুর রহমান ২০২১-২০২২ অর্থ বছরের আয়-ব্যয় এর হিসাব অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করেন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে নি¤œ বর্ণিত হিসাব অনুমোদন করা হয়।

২০২০-২০২১ অর্থ বছরের আয়-ব্যয় এর হিসাব

আয়ের উৎস      ব্যয়ের খাত

সদস্য ফি             ৩১০০০                করোনাকালীন মাস্ক ও ত্রাণ          ৯৫০০০

মাসিক চাঁদা        ৩৬৯০০              করোনাকালীন নগদ অর্থ সাহায্য               ২৫০০০

বিশেষ চাঁদা         ২৮৫০০               ঘর ভাড়া ও অফিসিয়াল খরচ      ১৮০০০

বেসরকারী অনুদান         ৫২৫০০               বিদ্যুৎ বিল           ৮০০০

                                বিবিধ খরচ          ৩০০০

মোট আদায় =   ১৪৮৯০০            মোট আদায় =   ১৪১০০০

উৎবৃত্ত টাকার পরিমান (১৪৮৯০০-১৪১০০০) = ৭৯০০/- টাকা মাত্র।

৩নং আলোচ্য সূচি নিয়ে আলোচনা শুরু হলে অত্র সংস্থার সম্মানিত সম্পাদক জনাব মোঃ মামুনুর রহমান সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করেন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বাজেটের কিছু অংশ সংশোধন করে নি¤œ বর্ণিত বাজেট অনুমোদন করা হয়।

চলমান পাতা-

২০২১-২০২২ অর্থ বছরের আয়-ব্যয় এর হিসাব

আয়ের উৎস      ব্যয়ের খাত

সদস্য ফি             ৫০০০০               গণ পাঠাগার নির্মাণে সহযোগিতা             ২৫,০০০

মাসিক চাঁদা        ৫৭৫০০               বনভোজন          ৩৬,০০০

বিশেষ চাঁদা         ১১৫০০                ঘর ভাড়া ও অফিসিয়াল খরচ      ১৮,০০০

বেসরকারী অনুদান         ১৫০০০                বিদ্যুৎ বিল           ৮,০০০

                                ইফতার বাবদ    ৮,৫০০

                                বিবিধ খরচ          ৩,০০০

মোট আদায় =   ১৩৫০০০            মোট আদায় =   ৯৮,৫০০

উৎবৃত্ত টাকার পরিমান (১৩৫০০০-৯৮৫০০) = ৩৬,৫০০/- টাকা মাত্র।

২০২২-২০২৩ অর্থ বছরের আয়-ব্যয় এর হিসাব

আয়ের উৎস      ব্যয়ের খাত

সদস্য ফি             ১০০০০০             অসহায় দরিদ্রদের আর্থিক সাহায্য            ২৭,৫০০

সদস্যদের এককালীন অনুদান   ৩২০০০০                              অফিসিয়াল খরচ           ১৮,০০০

মাসিক চাঁদা        ৬০০০০               বিদ্যুৎ বিল           ১০,০০০

বিশেষ চাঁদা         ১০৫৬০               ইফতার বাবদ    ১০,০০০

বেসরকারী অনুদান         ১৫০০০                জমি      ৫০,০০০

                                ঘর টিন সেড      ১৫০,০০০

                                ষ্টীলের আলমারী               ৩৫,০০০

                                চেয়ার   ২০,০০০

                                টেবিল   ১৫,০০০

                                ডেক্স      ১০,০০০

                                সিলিং ফ্যান        ১২,০০০

                                ক্যালকুলেটর     ১,৫০০

                                স্টাপ্লার ২৫০

                                ঘড়ি       ১,৫০০

                                টিউবওয়েল        ৮,০০০

                                বনভোজন          ১১৫,০০০

                                বিবিধ    ৮,৩০০

মোট আদায় =   ৫০৫,৫৬০                         ৪৯২,০৫০

উৎবৃত্ত টাকার পরিমান (৫০৫৫৬০-৪৯২০৫০) = ১৩,৫১০/- টাকা মাত্র।

৪নং বিবিধে অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

তারিখ-

মোঃ মাহমুদুল হাসান আল কামাল

সভাপতি

বন্ধন সমাজকল্যাণ সংস্থা

গ্রাম- গুয়াবাড়ী, ডাকঘর- পীরগাছা, উপজেলা- পীরগাছা, জেলা- রংপুর।

প্রতিষ্ঠাতা সদস্যগণের তালিকাঃ

ক্রঃ নং  সদস্যদের নাম ও এনআইডি নং                পিতা/স্বামীর নাম             মাতার নাম         জন্ম তারিখ/ বয়স            পেশা                শিক্ষাগত যোগ্যতা           বর্তমান ও স্থায়ী ঠিকানা স্বাক্ষর

১             মো: আইনুল হোসেন

এনআইডি – ২৪২২১৩১০৪৩      মো:সিদ্দিকুর রহমান      মো:মোহরা খাতুন            ২০/১২/১৯৮২  আইনজীবি         এলএলবি                গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

২             মোঃ মাহমুদুল হাসান আল কামাল

এনআইডি- ৪৬৪২১৬৪০০০      মোঃ আব্দুল করিম মিয়া                মোছাঃনবিজন নেছা       ০১/০৭/১৯৮৪  ব্যবসা   এইচএসসি                গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৩            সাদেক হোসেন

এনআইডি- ৭৭৯৪৩৫২১০৯       বাহার আলী মিঞা            আনোয়ারা বেগম             ০১/১২/১৯৮৩   আইনজীবি         এলএলবি                তালুক ইসাদ, পীরগাছা, রংপুর।

৪             মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ

এনআইডি- ৫০৯২১৪১৭৯৪        মোঃ সহিদুল ইসলাম      মোছাঃ মনোয়ারা বেগম                ১২/০১/১৯৮২   ব্যবসা   এমএড                গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৫            মোঃ আশরাফুজ্জামান

এনআইডি- ৫০৯২৩২১৭৪৯২   মোঃ শাহজাহান আলম  মোছাঃ আনোয়ারা বেগম              ১০/১০/১৯৮২   শিক্ষকতা                এমবিএ বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

৬            মোঃ নিজাম উদ্দিন খাজা

এনআইডি- ২৮৪৩৫২১৯৩৭      মোঃ তোফাজ্জল হোসেন            মোছাঃ জোৎ¯œা বেগম             ০৪/০১/১৯৮৩  শিক্ষকতা                এমএ     গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

৭             মোঃ মোয়াজ্জেম হোসেন

এনআইডি-২৪০৪৫৩৫৩৭৫      মোঃ মতিয়ার রহমান      মোছাঃ মনোয়ারা বেগম                ১৭/০১/১৯৮২   আধুনিক কৃষি উদ্যোক্তা             বিএসসি ইঞ্জিঃ   সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

৮            মোঃ হারুন অর রশিদ

এনআইডি- ১৯০৮১০৫৩৭০       আজিজ আহমেদ            রাহিলা আহমেদ               ১২/০২/১৯৮৩  ব্যবসা   বিএ        গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।            

৯             মোক্তার আহমেদ

এনআইডি- ৮২০৩৭৭৫৮৫৬    মোঃ আব্দুল হাদী             মোছাঃ ফাতেমা বেগম   ০১/১২/১৯৮৩   ব্যবসা   এইচএসসি                তালুক ইসাদ, পীরগাছা, রংপুর।

১০          মোঃ মাহমুদুল হাসান

এনআইডি- ৫৯৯২০৩৯০৭২      মোঃ মোসলেম উদ্দিন   মোছাঃ বিলকিছ আরা বেগম       ২৭/১১/১৯৮২   ব্যবসা   এসএসসি                বড় পানসিয়া, পীরগাছা, রংপুর।               

১১           মোঃ হেলাল মিয়া

এনআইডি- ৪৬৪১৯০৬৬৪১      মোঃ রুহুল আমিন          মোছাঃ রহিমা বেগম       ১৩/০৭/১৯৮২  ব্যবসা   এইচএসসি                গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, “বন্ধন সমাজকল্যাণ সংস্থা” গ্রাম- গুয়াবাড়ী, ডাকঘর- পীরগাছা, উপজেলা- পীরগাছা, জেলা- রংপুর। একটি অ-রাজনৈতিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংস্থার কার্যকরী পরিষদের সদস্যগণ পরস্পর আত্মীয় নয় এবং একই পরিবারের সদস্য ভ‚ক্ত নহে।

সভাপতি

মোঃ মাহমুদুল হাসান আল কামাল

                                সাধারণ সম্পাদক

মামুনুর রহমান

উপস্থিত সদস্যদের নাম ও স্বাক্ষর

ক্রঃ নং  নাম        ঠিকানা স্বাক্ষর

০১          মোঃ মাহমুদুল হাসান আল কামাল           গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০২         মোঃ মামুনুর রহমান       অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

০৩         মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৪         মোঃ আশরাফুজ্জামান বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

০৫         মোঃ গোলাম মোস্তফা সোহাগ    গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

০৬         শ্রী বিষ্ণু দেব       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

০৭         মোঃ নজরুল ইসলাম বাবু             সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

০৮         মোঃ হারুনুর রশীদ রাসেল            তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।      

০৯         মোঃ নিজাম উদ্দিন খাজা             বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১০          মোঃ মাহমুদুল হাসান ইমন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১১           মোঃ মাইদুল ইসলাম মিটন          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১২          মোঃ জাহিদ হাসান সুমন               গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৩          মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল                সুখান পুকুর, পীরগাছা, রংপুর।  

১৪          মোঃ মাইনুল ইসলাম লিটন          বড়পানসিয়া ,পীরগাছা, রংপুর।

১৫          শ্রী জগবন্ধু          অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

১৬         তপন সাহা          বড়পানসিয়া, পীরগাছা, রংপুর।

১৭          মোঃ ফরহাদ হোসেন রুমন          কালিগঞ্জ, ইটাকুমারী, পীরগাছা, রংপুর।               

১৮          শ্রী লাবু দেব        গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

১৯          শ্রী উজ্জ্বল কুমার সাহা গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর         

২০         মোঃ মাহমুদুল হাসান দুলাল        পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২১          মোঃ আউয়াল খাঁ              অনন্তরাম, পীরগাছা, রংপুর।     

২২         মোঃ রোকুনুজ্জামান বিমান         পবিত্রঝাড়, পীরগাছা, রংপুর।    

২৩         মোঃ জাহিদুল ইসলাম জাহিদ     দশগাঁও, পীরগাছা, রংপুর।          

২৪         মোঃ হারুন উর রশীদ বাবুল         গুয়াবাড়ী, পীরগাছা, রংপুর।       

২৫         শ্রী মনিন্দ্র নাথ বর্ম্মণ       আরাজী ঝিনিয়া, ইটাকুমারী, পীরগাছা। 

২৬         রেজাউল করিম                চন্ডিপুর, পীরগাছা, রংপুর।          

আলোচ্য সূচিঃ-

০১। গত সভার কার্যাদী পাঠ ও অনুমোদন।

০২। সংস্থার গঠনতন্ত্র প্রনয়ণ এবং অনুমোদন প্রসঙ্গে।

০৩। বিবিধ।

অদ্যকার সভা অত্র সংস্থার সম্মানিত সদস্য জনাব মোঃ মাহমুদুল হাসান আল কালাম সাহেবের সভাপতিত্বে আরম্ভ করা হল।

১নং আলোচ্য সূচিতে গত সভার কার্যাদী সভায় পাঠান্তে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে তাহা গৃহিত ও অনুমোদিত হয়।

২নং আলোচ্য সূচি নিয়ে আলোচনা শুরু হলে অত্র সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রহমান, সভায় অত্র সংস্থার গঠনতন্ত্র/সংবিধান প্রনয়ণ পূর্বক অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করেন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর কিছু ধারা-উপধারা সংশোধন এবং সংযোজনের পর উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে ৪০ ধারা বিশিষ্ট কম্পিউটার কম্পোজে বর্ণিত গঠনতন্ত্র/সংবিধান অনুমোদন করা হয়।

৩নং বিবিধে অন্যকোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

তারিখ- ১০/০২/২০২৩                                                                           মোঃ মাহমুদুল হাসান আল কামাল                                                                                           সভাপতি

২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট

আয়ের উৎস      ব্যয়ের খাত

সদস্য ফি             ১৫০০০                অসহায় দরিদ্রদের আর্থিক সাহায্য            ১৫০,০০০

সদস্যদের এককালীন অনুদান   ২৩০০০০                              অফিসিয়াল খরচ           ২২,০০০

মাসিক চাঁদা        ১২০০০০             বিদ্যুৎ বিল           ১২,০০০

বিশেষ চাঁদা         ৫০০০০               ইফতার বাবদ    ১০,০০০

বেসরকারী অনুদান         ২৫০০০               বৃক্ষ রোপন         ৩০,০০০

                                ফুটবল টুর্নামেন্ট               ৭০,০০০

                                বনভোজন          ১১৫,০০০

                                বিবিধ    ২০,০০০

মোট আদায় =   ৪৪০,০০০                           ৪২৯,০০০

উৎবৃত্ত টাকার পরিমান (৪৪০০০০-৪২৯০০০) = ১১,০০০/- টাকা মাত্র।

৪নং বিবিধে অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

আলোচ্য সূচীঃ-

০১। গত সভার কার্যাদী পাঠ ও অনুমোদন।

০২। ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের বাজেট প্রনয়ণ ও অনুমোদন প্রসঙ্গে।

০৩। বিবিধ।

অদ্যকার সভা অত্র সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোঃ মাহমুদুল হাসান আল কামাল সাহেবের সভাপতিত্বে আরম্ভ করা হল।

১নং আলোচ্য সূচিতে গত সভার কার্যাদী সভায় পাঠান্তে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে তাহা গৃহিত ও অনুমোদিত হয়।

২নং আলোচ্য সূচি নিয়ে আলোচনা শুরু হলে অত্র সংস্থার সম্মানিত সম্পাদক জনাব মোঃ মামুনুর রহমান সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করেন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বাজেটের কিছু অংশ সংশোধন করে নি¤œ বর্ণিত বাজেট অনুমোদন করা হয়।

তারিখ- ১৫/০৭/২০২৩                                                                           মোঃ মাহমুদুল হাসান আল কামাল                                                                                              সভাপতি

চলমান পাতা-

admin

Lifelong learner and coffee aficionado.